সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট :
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর এনএস তেল পাম্পের সামনে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুরের উপজেলার বিলকলমী গ্রামের মৃত শহীদ সরকারের মেয়ে আঞ্জুমান রোজী ও তার স্বামী আনসারুল ইসলাম।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাকটি এনএস পাম্পের সামনে ব্যাটারিচালিত অটোভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় ও একজন আহত হয়। সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পাঠানো হয়েছে আহত ব্যক্তিকে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *