বিনোদন ডেস্ক :
দেশের গণ্ডি পেরিয়ে এবার ভারতেও মুক্তি পেতে যাচ্ছে হিরো আলমের সিনেমা। ইভান মল্লিক পরিচালিত হিরো আলমের নতুন সিনেমা মুক্তি পাবে আগামী ফেব্রুয়ারিতে। জানা গেছে, বাংলাদেশ-কলকাতা দুই বাংলাতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সংবাদমাধ্যমকে হিরো আলম জানিয়েছেন, ‘বাদশা দ্য কিং’ সিনেমার শুটিং অনেক আগেই শেষ করেছেন তিনি। বর্তমানে সিনেমাটি মুক্তির কাজ চলছে। কলকাতায় ‘বাদশা দ্য কিং’ মুক্তির বিষয়ে আলোচনা চলছে।
সিনেমা মুক্তির খবর জানিয়ে হিরো আলম জানান, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় সিনেমা মুক্তির বিষয়ে কথাবার্তা চলছে। আগামী মাসে ‘বাদশা দ্য কিং’ সিনেমাটি মুক্তির কাজ শুরু করতে চান। ইতোমধ্যে ভারতের ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা পেলেই সিনেমাটি মুক্তির জন্য ভারতে যাবেন হিরো আলম।
সামনে ভালো কিছু কাজ আসছে জানিয়ে হিরো আলম বলেন, এতে দর্শকরা আমাকে নতুনরূপে দেখতে পাবেন। এ ছাড়াও একটু অপেক্ষা করলেই দর্শকরা কিছু চমকপ্রদ উপহার পাবেন।
এর আগে দেশেই মুক্তি পায় হিরো আলমের ‘সাহসী হিরো আলম’, ‘টুকাই’ সিনেমা। মিউজিক ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। অংশ নেন দেশের বিভিন্ন নির্বাচনেও। সম্প্রতি নির্বাচনের ব্যস্ততা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি।
বর্তমানে নতুন সিনেমা এবং গান প্রকাশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply