ডেস্ক রিপোর্ট :
তীব্র হাড় কাঁপানো শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই শীতে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে; তারপরও দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজকের মতো কাল বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর পর থেকে আবার তা কমে যাওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
তিনি জানান, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার সঙ্গে আরও দুই জেলা মিলিয়ে মোট ১৮ জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
তাপমাত্রা বাড়ার প্রবণতা আগামী দুই দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, “এরপর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। সে অনুযায়ী জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকতে পারে।”
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ফরিদপুর অঞ্চল এবং দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply