ডেস্ক রিপোর্ট :
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, বহুদলীয় গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। অনেক ত্যাগ, রক্তের মধ্যদিয়ে সংগ্রাম অব্যাহত রয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার এখন আরও মারমুখী আচরণ করছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক আচরণের বদলে বিদ্বেষী মনোভাব পোষণ করছে। নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাসে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন ও পঙ্গু করে ফেলা হয়েছে।’ তিনি বলেন, ‘আদালত থেকে জামিন পেলেও মুক্তি মিলছে না নেতাকর্মীদের। জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হচ্ছে। জেল গেটে খুশি না করা হলে মুক্তি মিলছে না। জেলগেটে টাকা না দেওয়ায় অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুকে ধুকে মরছে। সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের নির্যাতনে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। দলের মহাসচিব মির্জা ফখরুলসহ আটক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply