ডেস্ক রিপোর্ট :
যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো ধরাশায়ী হলো জুনিয়র টাইগাররা। ২৫২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে গেছে মাহফুজুর রহমান রাব্বির দল।
প্রথমে ব্যাট করে টাইগারদের বিপক্ষে ২৫১ রান করে ভারত। ওপেনার আদর্শ সিং ৯৬ বলে ৭৬ রান করেন। এছাড়া বাকি দুই টপ অর্ডার ব্যাটার সুবিধা করতে পারেননি।
এরপর ভারতের যুবাদের হাল ধরেন চারে খেলতে নামা অধিনায়ক উদয় সাহারান। ৯৪ বলে ৬৪ রান করেন তিনি। টাইগারদের হয়ে মারুফ মৃধা একাই নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে ভারতের ৭টি উইকেট ফেলতে পেরেছিল জুনিয়র টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে ধস নামে টাইগার শিবিরে। তিন শীর্ষ ব্যাটারই সুবিধা করতে পারেননি। চারে নামা আরিফুল ইসলাম হাল ধরেন। তাকে সঙ্গ দেন মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলে আরিফুল করেন ৪১ রান। আর জেমস থামেন ৭৭ বলে ৫৪ রান করে।
এরপর টাইগারদের কেউই আর হাল ধরতে পারেনি। ফলে ৮৪ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply