পাকিস্তানে ক্ষেপনাস্ত্র ছুড়ল ভারত

আন্তর্জাতিক প্রতিবেদক:

দুর্ঘটনাবশত পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। শুক্রবার (১১ই মার্চ) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি ছুটে গেছে।
তবে এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারত। গত বুধবার রক্ষণাবেক্ষণের সময় ক্ষেপণাস্ত্রটি দুর্ঘটনাবশত পাকিস্তানের খানেওয়াল জেলার মিয়ান চান্নু এলাকায় আচড়ে পড়ে। এ ঘটনা তদন্তে উচ্চ আদালতকে নির্দেশ দিয়েছে ভারত।

এর আগে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসলামাবাদে ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট ওপর দিয়ে শব্দের চেয়ে তিনগুণ গতিতে উড়ে প্রায় ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করেছিল।

এটিভি বাংলা/ফয়সাল


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *