দেশের মানুষের কল্যাণে কাজ করবে আ.লীগ সরকার : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে কি বলল সেটা নিয়ে চিন্তার সময় নেই। দেশের মানুষের কল্যাণে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তা করবে।’

আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘কারো মন্তব্যে কখনো ঘাবড়ানো যাবে না’ উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সব সময় এগিয়ে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি, গত ১৫ বছরে বাংলাদেশ এতদূর এগিয়ে যাবে।’

যেকোনো প্রকল্প হাতে নেওয়ার আগে সেই প্রকল্প থেকে রিটার্ন কী হবে, তা বিবেচনা করে প্রকল্প বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *