ইউক্রেনের সেনাদের হাতে রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

মেজর জেনারেল আন্দ্রেই কোলেসনিকভ ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা এ খবর দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমা কর্মকর্তারা এর আগে বলেছিলেন, আসলে এ ধরনের উচ্চ পর্যায়ের রুশ কর্মকর্তাদের নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা হয়ত অভিযানে তাদের অগ্রগতি থমকে যাওয়ায় হতাশা সৃষ্টিরই লক্ষণ।

এটিভি বাংলা/তিষা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *