বিনোদন ডেস্ক :
বলিউডের ‘গ্রিক দেবতা’খ্যাত সুপারস্টার হৃতিক রোশন গতকাল বুধবার তাঁর ৫০তম জন্মদিন উদযাপন করেছেন। আর জন্মদিনে ভক্ত থেকে শুরু করে কাছের মানুষেরা সকলেই তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। এমনকি তাঁর বান্ধবী এবং গায়ক-অভিনেতা সাবা আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জন্মদিনের সুন্দর একটি পোস্ট করেছেন।
সাবা হৃতিকের একটি বুমেরাং ভিডিও শেয়ার করে তাঁদের একটি সেলফির পোজও ভাগ করে নিয়েছেন। সেখানে তাঁদের একে অন্যকে চুম্বন করতেও দেখা গিয়েছে। তিনি একইসঙ্গে লিখেছেন, ‘সূর্যের চারপাশে ৫০ বার পাক খাওয়া কত সুন্দর মুহূর্ত। আরও ১০০ বছর এমনটা হোক। শুভ জন্মদিন আমার ভালোবাসা। তুমিই সেরা।’
শুধু বর্তমান প্রেমিকা নয়, হৃতিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান। হৃতিককে তাঁর জন্মদিনের বার্তায় ‘শ্রেষ্ঠ প্রেম’ বলেও উল্লেখ করেছেন। তিনি জন্মদিনের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, তেমনই বাবা হৃতিকেরও প্রশংসা করেছেন। শেষে সুজান লেখেন, ‘আশা করব একটা দুর্দান্ত প্রেমজীবন হোক তোমার।’
বিয়ে ভেঙে গেলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক অটুট হৃতিক-সুজানের। একে অপরের সঙ্গীদের সঙ্গে স্বচ্ছন্দ তাঁরা। হৃতিক যেমন প্রেম খুঁজে পেয়েছেন সাবার মধ্যে, তেমনই সুজান সম্পর্কে রয়েছেন অভিনেতা আলি গোনির সঙ্গে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply