ট্রেনে আগুন দেওয়া প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “ট্রেনে আগুন দেওয়ার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তারা কোনো প্রচেষ্টা ছাড়বেন না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং অপরাধীকে দেশের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।”

আজ শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টির এই নির্লজ্জ প্রচেষ্টা গণতন্ত্রের চেতনা ও আসন্ন নির্বাচনে বাংলাদেশি নাগরিকদের উৎসাহী অংশগ্রহণের অপমানস্বরূপ। এই যে ট্রেনে আগুন দেওয়ার কাজ, ভেতরে মানুষ জ্বলছে- সহিংসতার এই ধরন আমরা আগেও দেখেছি। যা আমাদের সমগ্র সমাজের বিবেককে, অবশ্যই সমগ্র বিশ্বকে হতবাক করেছে।”

এ কে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের জনগণ যখন উৎসবমুখর জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নিচ্ছে, ৫ জানুয়ারি (শুক্রবার) রাতে দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় রাত ৯টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় সংঘটিত এই পরিকল্পিত ও জঘন্য ঘটনার ফলে ২ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।”

মোমেন বলেন, “বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে পরিকল্পিত এই নিন্দনীয় ঘটনা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের কেন্দ্রে আঘাত করেছে। ৭ জানুয়ারির নির্বাচনের ঠিক একদিন আগে এই ঘটনাটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব, সুরক্ষা ও নিরাপত্তাকে বাধাগ্রস্ত করার চূড়ান্ত অভিপ্রায়। এটি গণতন্ত্রের অপমান, গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ এবং নাগরিক অধিকারের মারাত্মক লঙ্ঘন।”

এটিভি বাংলা /হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *