কক্সবাজারে পিকনিক বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ,নিহত ৪

ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উত্তর হারবাং জাইল্লার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রিদোয়ান, পূর্ব বৃন্দাবন সামাজিক পাড়ার রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাং বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও একই ইউনিয়নের সামাজিক পাড়ার মো. বাদশার ছেলে জয়নাল আবেদীন।

চকরিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সকালে মহাসড়কের জাইল্লার ঢালা এলাকায় কক্সবাজারমুখী পিকনিকের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছে ও আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *