1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

আমরা কোনো প্রক্সি ওয়ার চাই না: পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮ Time View

ডেস্ক রিপোর্ট :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, গোটা বিশ্ব এখন আমাদের অনেক সম্মান করে। আমাদের পররাষ্ট্রনীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, যার বেসিক পলিসি হচ্ছে শান্তি। আমরা এ অঞ্চলে কোনো ধরনের ‘প্রক্সি ওয়ার’চাই না। যেসব দেশ প্রক্সি ওয়ারে পড়েছে, সম্পদশালী হওয়ার পরও তারা নিঃশেষ হয়ে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় মন্ত্রী সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বিদেশিদের ভাবনার বিষয়ে জানতে চাইল পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে যেতে চাই। এ জন্য ভারত, ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করছে। দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্তরাষ্ট্র আমাদের সহযোগিতা করে চলেছে। ভারত আমাদের সেই শুরু থেকেই সহযোগিতা করে আসছে।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে সরকারের তলেতলে কোনো আপস হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, এখানে আপসের কিছু নেই। তারা আমাদের বিরোধী পক্ষের সক্ষমতা সম্পর্কে বুঝে গেছে। তাছাড়া বিএনপির নির্বাচন প্রতিহত করার কর্মসূচি কেউ পছন্দ করছে না।

আসন্ন নির্বাচনটি মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হচ্ছে। এ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে কি না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে এলেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। আর যদি ১০ কিংবা ১২ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে আসেন, তাহলে সেটা ১৫ ফেব্রুয়ারির মতো গ্রহণযোগ্যতা পাবে না। কারণ ওই নির্বাচন তো দেশেই গ্রহণযোগ্যতা পায়নি, আন্তর্জাতিক পর্যায়ে পাবে কীভাবে?

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech