বিনোদন ডেস্ক :
দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ মুক্তি প্রথমদিনে বক্স অফিসে দাপট দেখালেও দ্বিতীয় দিনে হোঁচট খেয়েছে। দ্বিতীয় দিনেই রীতিমত ৬০ শতাংশ আয় কমেছে সিনেমাটির।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে যেখানে শুধু মাত্র ভারতেই ছবিটির আয় ছিল ৯৫ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনেই তা কমে দাঁড়িয়েছে ৫৫ কোটি রুপিতে। ফলে ভারতে সিনেমাটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫০ কোটি রুপি।
বলি মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডানকি’ আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি ও তৃতীয় দিনে ২৪ কোটি রুপি। ফলে ভারতে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৭৩.২ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় ১৬০ কোটি রুপি।
শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর মত বক্স অফিসে দাপট দেখাতে না পারলেও ভারতের ছুটির দিন আসতেই খানিকটা বাড়ল সিনেমাটির আয়ের গ্রাফ।
‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রভাসকে এই ছবিতে পুরোপুরি হিংস্র এক রূপে দেখা গেছে।প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।
রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply