ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কোথায়? পালিয়ে গেছে। ওরা (বিএনপি নেতারা) বলেছিল- আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন বিএনপিই পালিয়ে গেছে। সিলেট থেকেও পালিয়ে গেছে বিএনপি। বিএনপির চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভুয়া। তাদের হরতাল, অবরোধ, কর্মসূচি, অগ্নিসংযোগ সবই ভুয়া। আগুন নিয়ে খেললে সেই আগুনে তারা নিজেরাই পুড়বে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। তারা রেললাইন কেটে দিয়ে, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের গণতন্ত্র থাকবে না। এদের নিশ্চিহ্ন করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না। মিলেমিশে থাকবেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কাজ করবেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply