ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি বার বার আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। এ দেশেকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। এ দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা দেশকে পরাজিত শক্তির হাতে তুলে দেব না। যারা আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে, এদের দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কোটালিপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রাখাসহ বহুবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে বার বার বাঁচিয়েছে। জিয়াউর রহমান যেমন ছিল খালেদা জিয়াও একই কাজ করেছে। এখন তার ছেলে একই কাজ করছে। তারেক রহমান মানুষকে গাড়ি পুড়িয়ে হত্যা করছে। যারা আগুন দেবে তাদেরকে ধরতে হবে। রেললাইনের বগি ফেলে দিয়ে মানুষকে হত্যা করার চক্রান্ত করছে।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক না, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতা এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহতায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সাত মাস সময় পান, এরই মধ্যে দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আদায় করেন। এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতিটা আমাদের স্বাধীনতা বিরোধীরা ভাবতেও পারেনি। যারা বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে? এটা তো বটমলেস বাসকেট হবে। তারা এই উন্নয়নটাকে মেনে নিতে পারেনি। একটা দেশ এত দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, প্রবৃদ্ধি ৯ ভাগের ওপর উঠতে পারে, এটা তাদের ধারণার বাইরে ছিল। চক্রান্ত করে ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply