বিনোদন ডেস্ক :
এই ঝড় বেশ অনুমেয়ই ছিল। ‘অ্যানিমেল’ ট্রেইলারে রণবীর কাপুরের হিংস্র চেহারার অ্যাকশন লুকে মুগ্ধ ভক্ত থেকে সমালোচকরা। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছিলেন আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর। সেটাই হতে যাচ্ছে; অনন্ত সিনেমাটির বক্স অফিস রিপোর্ট সেটাই বলছে।
সাকনিল্কের প্রতিবেদন মতে, ‘অ্যানিমেল’ ভারতে ৬১ কোটি রুপি প্রথমদিনে আয় করেছিল। যা চলতি বছরের আলোচিত ‘পাঠান’ সিনেমার রেকর্ড ভেঙ্গেছে। ‘পাঠান’কে টপকে চলতি বছরে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছেন রণবীর।
আর দ্বিতীয় দিনেও এই ঝড় অব্যহত আছে। প্রথম দিনের চেয়ে মুক্তির দ্বিতীয় দিনেই বেশি আয় করেছে সিনেমাটি। রণবীর ক্যারিয়ারের দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে পা রেখেছে। আয়ের ট্রেন্ড বলছে দেশিয় ব্যবসা অনুযায়ী, ‘অ্যানিমেল’ প্রথম তিন দিনে সহজেই ১৫০ কোটির ঘরে প্রবেশ করবে।
‘অ্যানিম্যাল’ সিনেমাটি এখনও পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ৬৫.৮৫ কোটি ভারতীয় রুপি আয় করেছে মুক্তির দ্বিতীয় দিন। এইভাবে, সিনেমাটি প্রথম দুই দিনের মোট আয় হয়েছে ১২৯.৬৫ কোটি টাকা, যেখানে ‘জওয়ান’ সিনেমা মুক্তির প্রথম দুই দিনের আয়ের চেয়ে বেশি। সেটি ছিল ১২৮.২৩ কোটি টাকা।
সিনেমাটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় দেখা যাচ্ছে। সিনেমা বাণিজ্য নিয়ে যারা কাজ করেন, ‘অ্যানিমেল’ দেখে তারা নতুন ইতিহাস তৈরির আভাস দেখছিলেন! শুধু বাণিজ্য বিশ্লেষকরাই নন, ‘অ্যানিমেল’ মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিনেমা সমালোচকদের অনেকে।
‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply