গাজায় নিহতদের ৭৫ শতাংশই নারী ও শিশু : স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এর প্রতিক্রিয়ায় গাজা উপত্যকাসহ অধিকৃত পশ্চিম তীরে একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর তিন দফায় গাজা যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় ১৫ হাজার হাজার ৫২৩ মানুষ প্রাণ হারিয়েছে। হামাস নিয়ন্ত্রিত হাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘ইসরায়েলের হামলায় আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৭৫ শতাংশই নারী ও শিশু।’

কুদরা বলেন, ‘সবশেষ এক ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে ৩১৬টি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আহত ৬৬৪ জনকেও উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও ওই ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে।’

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক সপ্তাহ যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও হামাস। এ সময়ে ৮০ ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেয় সশস্ত্র সংগঠনটি। বিপরীতে ইসরায়েলের জেলে বন্দি থাকা ২৪০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। তবে, গত শুক্রবার যুদ্ধবিরতি শেষ হয় ও দুপক্ষের হামলা শুরু হয়। উভয় পক্ষই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *