বিজয়ের মাসে পদ্মা সেতু হয়ে চলাচল শুরু করল আরও দুই ট্রেন

ডেস্ক রিপোর্ট :
বিজয়ের মাসের প্রথম দিন পদ্মা সেতু হয়ে দুই রুটে দুটি ট্রেন যুক্ত হয়েছে। রাজশাহী-ঢাকা রুটে আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে চলছে মধুমতি এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটে চলছে কমিউটার ট্রেন নকশীকাঁথা এক্সপ্রেস। প্রথম দিন  খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ৩৮টি স্টেশন ধরে ঢাকায় পৌঁছাতে নকশীকাঁথার সময় লেগেছে সাড়ে ১০ ঘণ্টা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর মাস পূর্তিতেই আরেকটি ট্রেন বাড়ানো হলো। প্রথমবারের মতো চালু হলো কমিউটার ট্রেন। খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে।

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া মুন্সীগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরার পদ্মা ও মাদারীপুরের শিবচর স্টেশনসহ সবগুলো স্টেশনে যাত্রী উঠানামা করা এবং ভাড়া কম হওয়ায় যাত্রীরা অনেক খুশি । প্রথম কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুর রহমান জানান, নতুন স্টেশনগুলোতে যাত্রীসেবা বৃদ্ধি করা হয়েছে। প্রথম কমিউটার ট্রেনে ৩৬২ সিটের বিপরীতে পাঁচ শতাধিক যাত্রী ভ্রমণ করেন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী ইউসুফ আলী বলেন, খুলনা থেকে ৩৮৩ কিলোমিটার পথে ৩৮টি স্টেশন ধরে রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল সাড়ে ১০ টায় পৌঁছায় ট্রেনটি। এতে সময় লেগেছে সাড়ে ১০ ঘণ্টা।

সপ্তাহে সাত দিনই খুলনা থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে নকশীকাঁথা এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা পৌঁছাবে সকাল ১০টা ৫০ মিনিটে। আর ঢাকা থেকে বেলা ১১টা ৪০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *