1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিএনপিকে ছাড়াই নির্বাচনের পথে ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন। তফসিল অনুযায়ী নির্ধারিত এই সময়সীমায় বিএনপি থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বলা হয়েছে, সময়সীমা আর বাড়ানোর সুযোগ নেই। সুতরাং, বিএনপিকে ছাড়াই হতে চলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কশিমনের সচিব মো. জাহাংগীর আলম। সেখানে বিএনপি ও তাদের সমমনারা যদি নির্বচনে আসতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আর কোনো সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্ন করা হয়। এ প্রশ্নের জাবাবে সচিব বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। বিধায় নির্বাচন কমিশন মনে করে, এই সময়সীমা বর্ধিত করার আর কোনো সুযোগ নেই।’

তাহলে বিএনপিকে ছাড়াই ভোট হচ্ছে কি না, জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘এটা আপনারা বুঝে নেন।’

মো. জাহাংগীর আলম আরও বলেন, ‘আজ সকালে পুলিশ প্রধান (আইজিপি) মহাদয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিকেলে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাননীয় কমিশনের সঙ্গে সক্ষাৎ করেছেন। তারা তাদের নিজ নিজ দপ্তর ও মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেছেন। বিশেষ করে আইজিপি ও জননিরাপত্তা বিভাগের সচিব রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়েছেন এবং আইজিপি আপনাদেরও অবহিত করেছেন। নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে কমিশনকে জানিয়েছেন।’

ইসি সচিব বলেন, ‘বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসনিক কোনো বিষয়ে নির্দেশনা রয়েছে কি না, তা নিয়ে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছেন। কমিশন তার বক্তব্য শুনেছেন এবং সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।’

সচিব বলেন, ‘কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন, সম্মানীত পদপ্রার্থীরা যাদের কার্যক্রমে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের নির্বাচনি অনুসন্ধানী যে কমিটিগুলো রয়েছে, তারা অনেকের কাছে ব্যাখ্যা তলব করেছেন। তারা সেখানে তাদের কার্যক্রম গ্রহণ করেছেন। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে আমাদের আচরণবিধি নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারাও কাজ করছেন। তারা যেসব ক্ষেত্রে মনে করছেন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, সেসব কার্যক্রম অব্যাহত রাখছেন বলে আমাদের জানিয়েছেন।’

কতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আজ বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের ৩০০টি আসনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে সম্মানিত পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা রাত ১০টা বা ১১টার দিকে জানতে পারব, কোন আসনে কোন রাজনৈতিক দলের কোন কোন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। তারপর আসলে আমরা বলতে পারব, কতগুলো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এর আগে সত্যিকার অর্থে বলা সম্ভব নয়। আমরা আাগামীকাল এটা সংগ্রহ করে আপনাদের বলতে পারব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech