কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমার বাবা সাবেক পোস্ট মাষ্টার আবদুল মতিনের মৃত্যুতে শোক জানিয়েছে নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ।
মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ‘র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের আখন্দ ও সেক্রেটারি এইচ এম মিজানুর রহমান। বিশিষ্ট সমাজ সেবক ওসাবেক পোস্ট মাষ্টার আবদুল মতিন শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি কিডনী, হার্ট, লিভারসহ বাধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর শহরের মৌলভীপাড়া ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে বিষ্ণপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply