বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডাঙ্কি’সিনেমার নতুন গান বুধবার (২২ নভেম্বর) প্রকাশ্যে এসেছে। শাহরুখ-অরিজিৎ জুটিতে আবারও মুগ্ধ হলো দর্শক।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ নিজেই লিখেছিলেন, তাঁর সিনেমাতে অরিজিতের গান থাকবে না, তা অসম্ভব। আজ সিনেমার প্রথম গান সামনে আনলেন শাহরুখ নিজেই। আর এ গানেই ঝড় তুললেন শাহরুখ।
সিনেমাটির প্রথম গান ‘লট পট গ্যয়া’প্রকাশের সঙ্গে সঙ্গে শাহরুখের ভক্তরা মুহূর্তেই লুফে নেন। ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম গানে শাহরুখ খান, তাপসী পান্নুকে দেখে মুগ্ধ সবাই।
‘ডাঙ্কি’র এ গানটি লিখেছেন প্রীতম। রাজ কুমার হিরানি এবং সদ্য প্রয়াত পরিচালক সঞ্জয় গাধভীর সঙ্গে আলাপের স্মৃতিও তুলে আনেন শাহরুখ।
এ প্রসঙ্গে তিনি জানান, রাজ কুমারের মাধ্যমে তার সঙ্গে সঞ্জয়ের পরিচয়। সঞ্জয়ই তাকে প্রথম সিনেমায় কাজের সুযোগ দেন। সেই প্রিয় বন্ধুর জন্মদিনেই মুক্তি পেয়েছে সিনেমার গানটি।
রাজকুমার হিরানি পরিচালিত‘ডাঙ্কি’সিনেমা আসছে বড়দিনে মুক্তি পাচ্ছে। শাহরুখের জন্মদিনে এ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply