বৃহস্পতিবার আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে বিশ্বকাপে প্রায় অজেয় ভারত ফাইনালে এসেই হয়ে গেল পরাজিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইও করতে পারল না। এতে ভারতের ২০ বছর আগের বদলা নেওয়া হলো না। ১২ বছর পর বিশ্বকাপ জয় পাওয়া হলো না। ১০ বছর ধরে আইসিসি ট্রফি না পাওয়ার খরা কাটলো না।

রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ উইকেটের বড় ব্যবধানে হারলো রোহিত শর্মার দল। ট্রাভিস হেডের একার ব্যাটে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া। তবে ভারতকে হারিয়ে শিরোপা উদযাপনের খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের।

বৃহস্পতিবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বিশাখাপত্তম, যার মানে বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের।

অবশ্য দেড় মাসজুড়ে চলা ম্যারাথন এই বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত-এমন আভাস পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স।

সিরিজে নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।

এদিকে খুব শিগগিরই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের ঠিক পরপর হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *