বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন?

স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর। রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতে নেয় অজিরা। যদিও বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অনেকটা অপ্রতিরোধ্য থেকে ফাইনাল খেলতে নেমেছিল রোহিত শর্মা ও তার দল। কিন্তু এখানেই তাদের তরী ডুবেছে।

বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড। সিরিজ সেরা হন দুর্দান্ত খেলে রেকর্ড ৭৬৫ রান করা বিরাট কোহলি। এক নজরে চলুন দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতেছেন।

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার)
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার)
ফাইনালে ম্যাচসেরা: ত্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ)
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ)
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১)
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি)
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি)
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে)
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *