1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

অসিদের মাপা বোলিংয়ে ভারত থামলো ২৪০ এ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক :
আউট হওয়ার এক আগের বলে রিভিউতে বেঁচে যান রবীন্দ্র জাদেজা। জস হ্যাজেলউডের অফ স্ট্যাম্পের বাইরে করা বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন জাদেজা। জস ইংলিশ ক্যাচ নিলেও অল্পের জন্য আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সেটি হারায় অসিরা। পরের বলে একই দৃশ্যের অবতরণ। এবার আর রিভিউর প্রয়োজন পড়েনি। স্পষ্টভাবে জাদেজার ব্যাট ছুঁয়ে ইংলিশের গ্লাভসে জমা পড়ে বল। ৩৬তম ওভারে পঞ্চম উইকেট হারায় ভারত। এর আগে ২২ বলে ৯ রান করেন জাদেজা।

ভারতের পক্ষে একা লড়ে যাচ্ছেন লোকেশ রাহুল। ধীরলয়ে অর্ধশতক পূর্ণ করে একপ্রান্ত আগলে রেখেছেন। তার সঙ্গে ক্রিজে আছেন সূর্যকুমার যাদব।

কোহলিকে ফিরিয়ে ভারতের প্রতিরোধ ভাঙলেন কামিন্স

প্যাট কামিন্সের শর্ট ডেলিভারিতে বিরাট কোহলিকে ভুগতে দেখা গেছে পুরো ইনিংসজুড়ে। শেষ পর্যন্ত কামিন্সের শর্ট বলেই সাজঘরে ফিরলেন কোহলি। ৮১ রানে তিন উইকেট হারানো ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন তিনি। লোকেশ রাহুল ও কোহলি মিলে ৬৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। তবে, ইনিংসের ২৯তম ওভারের তৃতীয় বলে কামিন্সের কাছে পরাস্ত হন কোহলি। শর্ট ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। কিন্তু, বলের ফ্লাইট মিস করে সেটি ব্যাট ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত করে। ভারত হারায় চতুর্থ উইকেট। আউট হওয়ার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।

কোহলি-রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ভারতের

স্কোরবোর্ডে ৮১ রান তুলতে ভারত হারায় তিন উইকেট। অস্ট্রেলিয়ার বোলিংয়ে শুরুতেই খেই হারায় ভারতের ওপেনিং। পুরো আসরে ওপেনিংয়ে ভারতকে চমৎকার শুরু এনে দিলেও আজ ব্যর্থ হয় তারা। প্রথম পাওয়ার প্লেতে যেমন রান তুলেছে, তেমনি উইকেটও হারিয়েছে ভারত। তিন উইকেট হারিয়ে বেশ সতর্ক হয় দলটি। পরের ১০ ওভারে তোলে মাত্র ৩৫ রান। ২০ ওভার পেরিয়ে ভারতের সংগ্রহ ১১৫ রান। ক্রিজে থাকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল মিলে সামাল দিয়েছেন প্রাথমিক বিপর্যয়।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে দিশেহারা ভারত

উত্তেজনায় ঠাসা ফাইনালের শুরুটা ভারত দেখেশুনে করে। মিচেল স্টার্কের প্রথম ওভার থেকে ভারত তোলে তিন রান। তবে, দ্বিতীয় ওভারে রোহিত শর্মা চড়াও হন অসি পেসারদের ওপর। এক দিকে রোহিত ক্রমাগত শট খেলে গেলেও এ দিন খালি হাতে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে স্টার্কের বলে মিড অনে ক্যাচ দিয়ে আউট হন গিল। সাত বলে চার রান করে অ্যাডাম জাম্পার তালুবন্দি হন। অসিরা পায় প্রথম সাফল্য। অর্ধশতক তোলার পথে থাকা রোহিতকে আউট করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় উইকেট এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। মিড অফে বল আকাশে তুলে দেন রোহিত। লম্বা রানআপে দুর্দান্ত এক ক্যাচ নেন ট্রাভিস হেড। ৩১ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৩১ বলে ৪৭ রান করেন রোহিত।

রোহিতের পর দ্রুতই সাজঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। তিন বলে দুই রান করে প্যাট কামিন্সের বলে জস ইংলিশের ক্যাচে পরিণত হন শ্রেয়াস। অসি বোলারদের সামনে খাবি খাচ্ছে ভারতীয় ব্যাটাররা। ৮১ রান তুলতেই নেই তিন উইকেট।

যে একাদশ নিয়ে শিরোপার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া

টান টান উত্তেজনায় ঠাসা বিশ্বকাপের ফাইনাল আজ রোববার (১৯ নভেম্বর)। বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অসিরা। স্বাগতিক ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা জয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ষষ্ঠ শিরোপা জেতার। এমন ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নেমেছে দুদল।

সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। আনেনি কোনো পরিবর্তন। টানা ১০ ম্যাচ জয়ী ভারতের সামনে সুযোগ আছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত ছিল ভারত। পুরো আসরের মতো এ ম্যাচেও ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। ব্যাটিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুরু করেন শুভমান গিল।

ষষ্ঠ শিরোপার জয়ের আশায় অস্ট্রেলিয়াও নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও একই দলের ওপর ভরসা রাখছে অসি টিম কর্তৃপক্ষ। তারাও নেমেছে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। বল হাতে নতুন বলে শুরুটা করেন মিচেল স্টার্ক।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

ফাইনালে টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ফাইনালে টস জিতে বোলিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।

অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘ফাইনালের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ভারতের দর্শকরা আমাদের জন্য বড় ফ্যাক্টর হবে। একতরফা সমর্থন পাবে ওরা। কিন্তু, এটি ফাইনাল। আমরা চাপ সামলে খেলতে জানি। আমাদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট নিয়ে যতটা সম্ভব ভারতকে অল্পতে আটকানো। সেরা হতে হলে সব বিভাগেই আপনাকে সর্বোচ্চ দিয়ে খেলতে হবে। মাঠ, দর্শক, চ্যালেঞ্জ—এসব সামলেই সেরা হতে হবে ’

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘চমৎকার একটি লড়াই হতে চলেছে। দুদলই জানে কীভাবে জানতে হয়। কীভাবে একটি দল হয়ে খেলতে হয়। অস্ট্রেলিয়া সর্বশেষ আট ম্যাচে অপরাজিত। তবে, প্রতিপক্ষ কেমন খেলছে, তা নিয়ে ভাবার অবকাশ নেই। আমরা নিজেদের সেরাটা নিয়ে ভাবছি। এটি ফাইনাল। প্রথম ম্যাচ থেকেই চাপ সামলে এসেছি। আমরা জানি আমাদের করণীয় সম্পর্কে।’

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech