পন্টিংকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক :
ইতোমধ্যে প্রথম ব্যাটার হিসেবে ৫০তম ওয়ানডে সেঞ্চুরির মাইলফলক গড়ার পাশাপাশি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার আরও এক কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন কোহলি।

রবিবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে ভারত। দলীয় ৩০ রানে ওপেনার শুভমান গিল (৪) বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন কোহলি। এরপর রোহিত শর্মা (৪৭) ও শ্রেয়াস আইয়ার (৪) ফিরলেও কোহলি ঠিকই ফিফটি তুলে নেন। এই ফিফটি হাঁকানোর পথে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রিকি পন্টিংকে ছাড়িয়ে যান কোহলি।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকার। ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছিলেন ‘লিটন মাস্টার’। এরপরের স্থানটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার সফলতম ব্যাটার পন্টিংয়ের দখলে। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে মোট ১৭৪৩ রান করেন তিনি। তবে আজ পন্টিংকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। এজন্য তাকে খেলতে হলো ৪ বিশ্বকাপ, ৩৭ ম্যাচ।

কোহলির পক্ষে টেন্ডুলকারকে পেছনে ফেলার সুযোগ অন্তত এই বিশ্বকাপে আর নেই। ব্যক্তিগত ৫৪ রানে অজি পেসার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। বিশ্বকাপে তার মোট রান থামলো ১৭৯২-এ। আরও এক বিশ্বকাপ ৩৫ বছর বয়সী কোহলির পক্ষে খেলার সম্ভাবনা কম। তালিকার চারে আছেন আরেক ভারতীয়, রোহিত শর্মা। ২৮ ম্যাচে ভারতীয় ওপেনারের মোট রান ১৫৭৫। পাঁচে আছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (১৫৩২)।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *