ফাইনালের পিচ নিয়ে ভাবছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল রোববার (১৯ নভেম্বর)। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে দুদলের শক্তিমত্তা, চূড়ান্ত ফলাফল নিয়ে চলছে আলোচনা। আলোচনায় আছে ফাইনালের পিচও।

পুরো আসরজুড়ে পিচ নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছিল। বিশেষত, ভারতের ম্যাচগুলো চলাকালীন অভিযোগ তুলেছিল, নিজেদের ম্যাচের উইকেট থেকে সর্বোচ্চ সুবিধা নিয়েছে ভারত। আরও অভিযোগ ওঠে–পিচ বানানো হয়েছে ভারতীয় ক্রিকেটারদের সুবিধার জন্য।

বিশ্বকাপ ফাইনালের আগে আবারও সেটি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। এমনকি, এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সকে। আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কামিন্সকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, পিচ নিয়ে তাদের মাথাব্যথা নেই।

অসি অধিনায়ক বলেন, ‘নিজেদের মাটিতে চেনা পিচে খেলার অবশ্যই একটা সুবিধা আছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। চেনা উইকেট, যেখানে আপনি পুরো ক্যারিয়ারজুড়ে খেলছেন। স্বাগতিক দল হিসেবে সবাই সুবিধা নিয়ে থাকে। এটি নতুন কিছু নয়। এ বিষয় নিয়ে আমরা খুব একটা ভাবছি না। এটি মাঠে খুব একটা প্রভাব ফেলবে না। তা ছাড়া, এখানে (ভারতে) আমরা অনেক ম্যাচ খেলেছি। তাই আমার মনে হয়, দুদলের খুব একটা পার্থক্য থাকবে না।’

ফাইনালের পিচ নিয়ে ইএসপিএনক্রিকইনফোর আজকের প্রতিবেদন অনুসারে, ম্যাচের উইকেট হবে ব্যাটিংবান্ধব। উইকেট থাকবে ফ্ল্যাট। সন্ধ্যার পর পিচে আদ্রতা থাকবে। ভেজা উইকেটে বোলাররা কিছু সুবিধা পেতে পারেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *