রাজধানীতে দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর আগারগাঁও ও গুলিস্তানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তালতলায় বিহঙ্গ পরিবহণের একটি বাসে এবং রাত ৭টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

তালতলায় বিহঙ্গ পরিবহণের বাসটির আগুন ফায়ার সার্ভিস যাওয়ার আগেই পথচারী ও স্থানীয়দের সহযোগিতায় নিভিয়ে ফেলা হয়। অপরদিকে গুলিস্তানের বাসটির আগুন সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘তালতলায় বিহঙ্গ পরিবহণের বাসটির আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পথচারী ও স্থানীয়রা নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গুলিস্তানের বাসটির আগুন নেভাতে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।’

উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এদিকে হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *