ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে আওয়ামী লীগসহ নয়টি দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। আজ শনিবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার দেবনাথ সংবাদ সম্মেলনে আসার আগে সাতটি দল আবেদন করেছে। এরপর ইসিতে চিঠি দিতে আসে তরীকত ফেডারেশন ও বিকল্প ধারা বাংলাদেশ। ফলে, মোট নয়টি দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানানো হয়েছে।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য আবেদনের শেষ তারিখ ছিল আজ। এমন নয়টি দলের কাছ থেকে চিঠি পেয়েছি। এগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ), বিকল্প ধারা বাংলাদেশ এবং তরীকত ফেডারেশন।’
আওয়ামী লীগ চিঠিতে কী বলেছে—জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আওয়ামী লীগের চিঠিতে আছে যে, তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে।’
নৌকা প্রতীক নিয়ে কারা ভোট করবেন? জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আওয়ামী লীগের চিঠিতে বলা নেই, কারা ভোট করবে। তারা বলছে জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নৌকা প্রতীক নিয়ে করবে।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply