সাকিবের সাক্ষাৎকার খতিয়ে দেখবে বিসিবি

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। এর আগে থেকে তামিম ইকবাল ইস্যুটি উত্তাপ ছড়িয়েছে। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেটি নিয়ে চলছিল চাপা গুঞ্জন। এবার সেই সাক্ষাৎকার নিয়ে মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানাল, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

সাকিবের সাক্ষাৎকার প্রসঙ্গে টিটু বলেন, ‘সাকিব ইন্টারভিউ দেওয়ার পর যতক্ষণে আমরা জানতে পেরেছি, ততক্ষণে দল বিশ্বকাপ খেলতে ভারতে চলে গেছে। যখন একটা সিরিজ বা টুর্নামেন্ট চলে, আমরা সেদিকেই ফোকাস রাখি। যে কারণে তখন এই বিষয়টি নিয়ে কোনো কথা হয়নি। এখন দল দেশে ফিরেছে, আলোচনার জায়গা আছে।’

টিটু আরও বলেন, ‘গণমাধ্যমের সামনে যা ইচ্ছে তাই বলার অধিকার রাখে না কোনো খেলোয়াড়, এমনকি বিসিবির কর্মকর্তারাও। সবার জন্যই নিয়ম আছে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা রিপোর্ট দেখবে। প্ল্যান অব অ্যাকশন আছে, কোড অব কন্ডাক্ট আছে। যদি ডিসিপ্লিনারি কমিটি মনে করে, সাকিবের বিষয়টি নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া দরকার, অবশ্যই সেটি নেওয়া হবে। খেলোয়াড়, পরিচালক, কোচ—সবার ক্ষেত্রেই নিয়ম মানা হবে।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *