ডেস্ক রিপোর্ট:
দেশে নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজানে যেকোনও মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার সচিবালয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মন্ত্রী।
বাজারে নিত্যপণ্যের উর্ধ্বগতি ও কারসাজি কোনভাবেই থামানো যাচ্ছে না। সাধারণ ভোক্তাদের কাছে টিসিবির মাধ্যমে ন্যায্য দামে পণ্য পৌঁছানোর ব্যবস্থা করা হলেও তা অপ্রতুল।
আসছে রমজান। অসৎ ব্যবসায়ীরা রমজানের আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে সরকার ১ কোটি মানুষের কাছে টিসিবির মাধ্যমে ন্যায্য দামে পণ্য বিক্রি করবে। এই সবকিছু নিয়ে বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। প্রায় ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত জানান তিনি। আভাস দেন কঠোরতার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের মজুত যথেষ্ট পরিমাণে আছে। সব আমাদের হাতে আছে, কোনোটার সমস্যা নেই। হঠাৎ করে টিসিবি সিদ্ধান্ত নেয় এক কোটি মানুষকে পণ্য দেবে, সে ব্যবস্থাও তারা করেছে। আমরা আরও অ্যাকটিভ হবো। ভোক্তা অধিকারকে বলব, শিল্প মন্ত্রণালয়ের যে দায়িত্ব সেটা যেন তাদের জানানো হয়। আমরাও আমাদের ব্যবস্থা নেবে। এছাড়া দুষ্টচক্রের বিরুদ্ধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ নেবে।
মন্ত্রী জানান, চিনির শুল্কবিহীন আমদানির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য চলবে। ৩১শে মে’র পর সয়াবিন তেল আর ৩১শে ডিসেম্বরের পর পাম অয়েল বাজারে খোলা অবস্থায় আর বিক্রি করা যাবে না। নিত্যপণ্যের দাম প্রতিদিন নির্ধারণ করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দামের বিষয়টিও বিবেচনা করতে হবে ভোক্তাদের।
গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন ‘এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন’।
এটিভি বাংলা/ফয়সাল
Leave a Reply