বগুড়ায় দুই ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট :
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বগুড়ায় এক ঘণ্টার ব্যবধানে দুই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। গত বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নাগরকান্দি এলাকা ও রাত ১০টার দিকে সদরের মানিকচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার রাতে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে বগুড়ার নাগরকান্দি এলাকায় ট্রাকটি পৌঁছালে কয়েশ পিকেটাররা লাঠি হাতে বেশ কয়েকটি ট্রাক থামায়। এসময় দুইটি গাড়ি ভাঙচুর করে এবং মালবাহী ট্রাকও ভাঙচুর করতে থাকে। এরপর পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

এদিকে সদরের মানিকচক বাজার এলাকাবাসী জানান, মানিকচক বাজারে একটি খালি ট্রাক আলু বোঝাই করার জন্য দাঁড়িয়ে ছিল। রাত ১০টার দিকে  দুইটি মোটরসাইকেল থেকে ট্রাকের উপর ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে ট্রাকে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

ট্রাক চালক মিজানুর রহমান জানান, নাগরকান্দি এলাকায় তার ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এসময় তিনি প্রাণের ভয়ে ট্রাক থেকে পালিয়ে যায়।

বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান রাতের আধারে অবরোধকারীরা দুইটি ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *