১০-১২ জন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছে

ডেস্ক রিপোর্ট :
কাতারের মধ্যস্থতায় গাজায় হামাসের হাতে আটক ১০ থেকে ১৫ জন জিম্মি মুক্তির জন্য আলোচনা চলছে। একটি সূত্র এএফপিকে এই তথ্য জানিয়েছে।

খবর অনুসারে, এক থেকে দুই দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০-১৫ জন জিম্মিকে মুক্ত করতে কাতারিদের মধ্যস্থতায় আলোচনা চলছে। এতে সমন্বয় করছে যুক্তরাষ্ট্র।

আলোচনার বিষয়ে ব্রিফ করা একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সও এ খবর দিয়েছে।

১২ জন জিম্মি মুক্তির জন্য আলোচনা চলছে। এর বিনিময়ে ৩ দিন মানবিক বিরতি পালন করা হবে। বিবিসির খবরে আরও বলা হয়েছে, ১২ জিম্মির মধ্যে ৬ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,৪০০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়। এরপর জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা আলোচনায় নেতৃত্ব দিয়েছে কাতার।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *