ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তৃতীয় দফায় অবরোধের ডাক দিল বিএনপি। আগামী বুধবার (৮ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিল দলটি। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এই ঘোষণা দেন।
রিজভীর জানান, আগামী ৮ নভেম্র সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক রেলপথ, রাজপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে।
এদিকে, এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, ‘জনগণ শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করে প্রমাণ করেছে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।’
নেতৃদ্বয় অবরোধ কর্মসূচি সফল করতে গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিন দিনের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফের ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা দেন। দ্বিতীয় দফার সেই অবরোধ শেষ হচ্ছে আজ সোমবার। এদিন বিকেলে আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা এলো, যা আগামী বুধবার ভোর ৬টা থেকে শুরু হবে।
Leave a Reply