রাজধানীর বাংলা মোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর বাংলা মোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। আজ রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চৈতালিতে আগুন লাগে। দুটি বাসেরই আগুন নির্বাপন হয়েছে। যদিও কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানে না ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান। এক খুদে বার্তায় তিনি জানান, বাংলা মোটর মোড়ে বাসে আগুনের আগুনের তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নির্বাপণ আনে।

এর আগে বেলা ৩টা ৪২ মিনিটে মিরপুর বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি বাসে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নির্বাপণ করেন।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে তাদের কাছে এখনও কোনো তথ্য নেই।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *