অবরোধে গণপরিবহণ চালানোর ঘোষণা মালিক সমিতির

ডেস্ক রিপোর্ট :
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে। এই সময়ে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আজ শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। অবরোধের মধ্যে ট্রেনও সময় মতো চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। লঞ্চও বন্ধ হবে না, যদিও চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করা হচ্ছে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘জনবিরোধী এই হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না, ঘৃণার সঙ্গে প্রত্যাখান করেছে।’ সামনের দিনগুলোতে অবরোধে সময় গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা না আসে, সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

তবে, এর আগে তিন দিনের অবরোধে ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহণ ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অধিকাংশ বাস কাউন্টার ছিল বন্ধ। মালিক সমিতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে।

কমলাপুর রেলস্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অবরোধে ট্রেনের কোনো সময়সূচি পরিবর্তন হবে না। ট্রেন সময় মতো চলবে।’

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে, বন্ধ থাকবে না।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *