ডেস্ক রিপোর্ট:
বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে কমেছে রেমিট্যান্স আহরণ। এ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ৮৬৫ কোটি টাকা (এক ডলার ৮৬ টাকা ধরে)।
যা চলতি বছরের জানুয়ারি মাস থেকে এক হাজার ৭৩৪ কোটি টাকা কম। জানুয়ারিতে প্রবাসী আয় (রেমিট্যান্স) আসে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা।
মঙ্গলবার (০১ মার্চ) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৭৮ কোটি ৫৯ লাখ ডলার বা ১৫ হাজার ১৭২ কোট ৫০ লাখ টাকা (এক ডলার সমান ৮৫ টাকা ধরে)। যা সদ্য বিদায়ী ফেব্রুয়ারি থেকে দুই হাজার ৩০৭ কোটি ৫০ লাখ টাকা বেশি।
আর ২০২২ সালের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৭০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা তার আগের বছরের (২০২১ সালের জানুয়ারি) একই মাসের তুলনায় কম।
২০২১ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলার বা ১৬ হাজার ৮৫৬ কোটি টাকা। সে হিসাবে গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় কমেছে দুই হাজার ২৩৬ কোটি টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১ হাজার ৩৪৪ কোটি (১৩.৪৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ (১৬.৬৮ বিলিয়ন) ডলার।
এটিভি বাংলা/আমান
Leave a Reply