স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসিকে চেয়ে পায়নি, পায়নি কিলিয়ান এমবাপ্পেকে চেয়েও। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল-হিলাল এবার হাত বাড়িয়েছে নেইমারের দিকে। নেইমার পিএসজি ছাড়তে চান, সে কথা জানিয়েছিলেন প্রাক-মৌসুমের শুরুতে। পিএসজিও তাকে রাখতে খুব একটা আগ্রহী নয়। এতদিন দোলাচলে দুলছিল ভাগ্য।
কিন্তু, দলবদলের বাজারে নেইমারের জন্য সর্বনিম্ন দেড়শ মিলিয়ন ইউরো দাম বেঁধে দেওয়ার পরপরই আল-হিলাল প্রস্তাব দেয় পিএসজিকে। পিএসজির পক্ষ থেকেও মিলেছে সবুজ সংকেত। এমন খবরই জানাল গোল ডটকম।
আজ রোববার (১৩ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে জানা যায়, নেইমারকে পেতে পিএসজিকে প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল। সবকিছু ঠিক থাকলে নেইমারের পরবর্তী গন্তব্য হতে চলেছে সৌদি প্রো লিগ।
আল-হিলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর থেকেই বড় তারকাদের দলে নেওয়ার চেষ্টা করছে ক্লাবটি। মেসি, এমবাপ্পেকে না পেয়ে পিছু না হটে এবার তারা চাইছে সময়ের অন্যতম সেরা তারকা নেইমারকে।
পিএসজির এশিয়া সফরে গত ৩ আগস্ট প্রাক-মৌসুম প্রস্তুতিতে পিএসজি দক্ষিণ কোরিয়ান ক্লাব জিওনবুকের বিপক্ষে ৩-০ গোলের জয় পায়। ম্যাচে জোড়া গোল করেন নেইমার। চোট কাটিয়ে ক্লাবকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজেও পান ফর্মে ফেরার স্বস্তি।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ছয় মৌসুমে প্যারিসিয়ানদের হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেন নেইমার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply