বিনোদন ডেস্ক :
এবার নিজের সংগ্রহে থাকা ছয়টি গাড়ি ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ‘আয়রন ম্যান’খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।
ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবিতে লুইস স্ট্রাউস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, নিজের সংগ্রহে থাকা ৬টি গাড়ি অনুরাগীদের মধ্যে বিলিয়ে দেবেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে রবার্ট জানান, বিনা শর্তে এই ‘গিভঅ্যাওয়ে’ রেখেছেন তিনি। ছয়টি গাড়ির তালিকায় রয়েছে ১৯৬৫ শেভ্রলে কর্ভেট, ১৯৬৬ বুইক রিভিয়েরা, ১৯৬৯ মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই, ১৯৭২ শেভ্রলে কে১০ পিকআপ, ১৯৭২ ভিডব্লিউ বাস এবং ১৯৮৫ শেভ্রলে এল ক্যামিনো।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য সুযোগ রয়েছে রবার্টের এই ৬টি গাড়ি জেতার। তবে এই কনটেস্টের অংশগ্রহণ করতে বয়স হতে হবে আঠারো বছরের বেশি।
আরডিজে ড্রিম কারস-এর ড্র শুরু হয়েছে ১৬ জুন এবং শেষ হবে ২০২৪ সালের ১৬ জুলাই।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply