প্রধান প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরাতে ফরমায়েশি রায়

ডেস্ক রিপোর্ট :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এবং নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য ফরমায়েশি রায় দিয়েছে। ফরমায়েশি এই রায় জনগণ প্রত্যাখান করেছে।

তিনি বলেন, এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না। গণআন্দোলনের মুখে এই স্বৈরাচারী সরকারকে বিদায় নিতেই হবে।

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া সাজা হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। সেজন্য ফরমায়েশি রায় দেয়া হয়েছে। বিচারবিভাগকে ব্যবহার করে সরকার নীল নকশার বাস্তবায়ন করছে।

তিনি বলেন, জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে বিএনপির এক দফার আন্দোলনে, সেটাকে নসাৎ করতে এই সাজানো রায় ‌দেয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় ফরমায়েশি-ভাবে দেয়া হচ্ছে। রাজনৈতিক ঈর্ষায়, প্রতিহিংসায় টার্গেট করেছেন প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *