ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন তথ্য এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈগল পরিবহণের বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, কে বা কারা আগুন দিয়েছে, তা জানা সম্ভব হয়নি। এমনকি, কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।’
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply