ডেস্ক রিপোর্ট:
দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়।
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল একজন দক্ষ, মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও সেই চুক্তিভিত্তিক নিয়োগে থাকেননি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি একজন কর্মঠ, সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত।
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের বাড়ি চট্রগ্রামের স্বন্দীপে। বাবার চাকরি সুবাদে সিইসি’র জন্মস্থান কুমিল্লায়। বাবা কাজি আবদুল আউয়াল ছিলেন কুমিল্লা কারা বিভাগের উর্ধতন কর্মকর্তা। জাতীয় চার নেতা হত্যা মামলার বাদি ছিলেন সিইসির বাবা ততকালীন ডি আইজি (প্রিজন্স) কাজি আবদুল আউয়াল। স্বন্দীপের সন্তান গনস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজি জাফর উল্লাহ’র দেয়া প্রস্তাবনায় উঠে আসে নতুন সিইসি কাজি হাবিবুল আউয়ালের নাম।
এটিভি বাংলা/আমান
Leave a Reply