1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে ১২ দূতাবাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৬ Time View

ডেস্ক রিপোর্ট :
ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর নৌকা প্রতীকের ব্যাজধারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

আজ বুধবার (১৯ জুলাই) যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।’

বিবৃতিদাতা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

১২ দূতাবাস ও হাইকমিশনের এই বিবৃতি দূতাবাসগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে সোমবার (১৭ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তাঁকে রাস্তায় ফেলে পেটানো হয়। হামলাকারীরা ছিলেন নৌকার ব্যাজধারী। এ ঘটনায় একই দিন উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘটনাটির নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার টুইট করেছে।

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech