বরিশালে জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) বণ্যাঢ্য আয়োজনে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শামীম আহমেদ :

বিভাগীয় শহর বরিশালে বণ্যাঢ্য আয়োজনে জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণ্যাঢ্য র‌্যালি,কেক কাটা,বেলুন-ফেস্টুন অবমুক্ত করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ই, জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে বেলুন-ফেস্টুন আকাশে অবমুক্ত করা করা সহ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও কেক কটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি উদ্ধোধন করেন বরিশাল জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ মুসা ও কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে শ্রাবনের বৃষ্ঠি মাথায় নিয়ে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল আলোচনা সভাস্থলে ফিরে আসে।

অশ্বিনী কুমার টাউন হলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি শেখ মোঃ মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।

পরবর্তীতে প্রর্যায়েক্রমে বক্তব্য রাখেন কার্যনিবার্হী পরিষদের সহ-সভাপতি সত্যজিৎ কর্মকার,মোঃ মনিরুজ্জামান তালুকদার,পরিমল দেব নাথ,সহ-সাধারন সম্পাদক পুলক কুমার দাস,মোঃ আরিফুর রহমান (বিএ)রেজাউল সিকদার,শেখর চন্দ্র ঘোষ,অরুন চন্দ্র দাস,কোষাধ্যক্ষ বাচ্চু তালুকদার সহ বিভিন্ন সদস্য গণ।

অপরদিকে বরিশালের বিভিন্ন উপজেলায় (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *