স্পোর্টস ডেস্ক :
এই মেঘ তো এই রোদ। মেঘ-রোদের এই খেলা চলছে সিলেটে। আজ সারাদিন বৃষ্টি হয়নি, তবে সন্ধ্যায় হওয়ার সম্ভাবনা বেশি। এমন অনিশ্চয়তা মাথায় নিয়েই প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিক বাংলাদেশের।
আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশে অধিনায়ক সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে দাপট দেখানো আফগানরা সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতেও আধিপত্য ধরে রাখতে মরিয়া।
অন্যদিকে, ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জিতলেও, ওয়ানডে সিরিজে এসেই খেই হারিয়েছে লাল-সবুজের দল। তাই ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের জন্য বড় এক চ্যালেঞ্জ। কাজটা সহজ হবে না সাকিবের দলের। কারণ শেষ ৯ দেখায় ৬টিতেই জয়ের দেখা পেয়েছে আফগানরা। তাই দুই দলের লড়াইটা যে জমজমাট হবে, তা তো বলাই যায়।
বাংলাদেশ একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাই যাযাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply