আমাদের এক দফা, সংবিধান অনুসারে নির্বাচন হবে

ডেস্ক রিপোর্ট :
এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বুধবার (১২ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এক দফা, সংবিধানের নিয়ম অনুসারে নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ঢাকায় বিদেশি বন্ধুরা আসছে। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা চান ফেয়ার ইলেকশান। আমাদেরও লক্ষ্য ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। যারা এই ফেয়ার ইলেকশনে বাধা দিতে আসবে তাদের আমরা বাধা দেব।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির খবর জানেন ? তাদের এক দফা জানেন ? এক দফা ? এক দফা হলো, শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও এক দফা, শেখ হাসিনার বিকল্প নেই।  তাঁকে ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, তিনিই এর নেতৃত্ব দিবেন। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যে নেতৃত্বের সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, পরিশ্রম ও সততাকে পছন্দ করে, যিনি সারারাত জেগে মানুষের কথা ভাবেন, রাত ২টায়ও ফোন করে যাকে পাওয়া যায়, এমন নেতাকে আমরা হারাতে পারি না।’

উন্নয়নের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘যাদের দেশের উন্নয়ন পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে পছন্দ করে না। ২০৪১ সালে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। বিএনপিও অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও কাঁথা-বালিশ নিয়েছিল, অনেক লোক আনার চেষ্টা করেছে। তাদের স্বপ্ন  ওই ডিসেম্বরে মরে গেছে। আরেক স্বপ্ন দেখছে, শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার।’

পল্টনে বৃষ্টির পানিতে বিএনপির এক দফা আটকে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, বিএনপির  বিরুদ্ধে। দুর্নীতি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, অর্থপাচার ও লুটপাটের বিরুদ্ধে।  খেলা হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবে না। আমার মায়ের কোল যারা খালি করেছে, যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *