স্পোর্টস ডেস্ক :
দলবদলের মৌসুম মানেই নানা গুঞ্জন আর জল্পনা-কল্পনা। আর সেটা যদি হয় কোনো বড় তারকাকে নিয়ে, তবে তো কথাই নেই। ফের আলোচনায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পুরনো ক্লাব বার্সেলোনাতে ফেরার কথা শোনা যাচ্ছে। যদিও এমন গুঞ্জনে খুব একটা সায় দিচ্ছে না কাতলানরা।
হুট করেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় ভেঙে গেছে পিএসজির ‘এমএনএম ত্রয়ী’। ক্লাব ছাড়তে ওঠে পড়ে লেগেছেন কিলিয়ান এমবাপ্পেও। আর নেইমারকে নিয়ে তো গুঞ্জন ছিল আগে থেকেই।
এর মধ্যেই গতকাল রোববার (৯ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, দুটি কারণে নেইমারকে দলে ভেড়াতে আগ্রহী নয় বার্সা। ওই প্রতিবেদনে জানানো হয়, নেইমার তার এজেন্টের মাধ্যমে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যোগাযোগ করে। তবে বার্সা এখন নেইমারকে নিতে কোনো আগ্রহ প্রকাশ করেনি। এর পেছনে অবশ্য কারণও রয়েছে।
প্রথমত, নেইমাররের বেতন দেওয়ার মত আর্থিক সামর্থ্য আপাতত নেই বার্সার। দ্বিতীয়ত নেইমারের প্রভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে বার্সার ড্রেসিংরুমের আবহ, এমনটাই শঙ্কা বার্সা কৃর্তপক্ষের। যদিও সমর্থকদের অনেকেই বার্সার এমন যুক্তিকে হাস্যকর বলেছেন।
মূলত, নেইমারের বারবার চোটে পড়ার প্রবণতার কারণেই তার প্রতি আগ্রহ দেখাতে নারাজ ক্লাবগুলো। এর আগে নানা সময়ে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির মত ক্লাবগুলোর নাম শোনা গেলেও শেষমেশ কেউই নেইমারকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply