স্পোর্টস ডেস্ক :
আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে টুর্নামেন্টটির দিন গণনা। এছাড়া অনেক অপেক্ষা ও আলোচনা-সমালোচনার পর অবশেষে গতকাল প্রকাশিত হয়েছে আসন্ন আসরটির চূড়ান্ত সূচিও। সেখানে দেখা যায় আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এছাড়া ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ।
মঙ্গলবার এ নিয়ে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবি সূচি আগেই জানতো দাবি করে তিনি বলেন, ‘আমরাতো আরও ২-৩ সপ্তাহ আগেই জেনে গিয়েছিলাম। আইসিসির থেকে একটা খসড়া সূচি পেয়েছিলাম আমরা। বাইরে বলা নিষেধ ছিল। তাই আমরা বলিনি। তবে কম-বেশি আমরা জানতাম কোথায় কী হবে। শুধু একটা পরিবর্তন আছে। আমরা আগে পেয়েছিলাম যে, নিউজিল্যান্ডের খেলাটা হবে বেঙ্গালুরুতে। সেটা এখন বদলে গেছে চেন্নাইয়ে। চেন্নাইতে হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। আমরা মনে করি আমাদের জন্য মানানসই।’
‘আর আমরা জানি যে, কোথায় কোথায় গিয়ে খেলতে হবে। ছয়টা ভেন্যুতে খেলা হচ্ছে। ভ্রমণ বেশি। প্রথম দিকে ভ্রমণ একটু কম। তবে পরের দিকে ভ্রমণটা বেশি। উত্তর থেকে দক্ষিণে আবার দক্ষিণ থেকে উত্তরে যেতে হবে। আমরা এটা নিয়ে বিচলিত নই। ওভাবেই আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি যে, কোথায় কোথায় খেলতে হবে। অনেক ক্রিকেটারই হয়তো ভারতের অনেক ভেন্যুতে খেলেনি। অনেকে আবার অনেক ভেন্যুতে খেলেছে। সেজন্য আমাদের কোনো সমস্যা হবে না।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply