স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবেন, এই খবর পুরোনো। গত মে’র শেষ সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন সেই খবর। বাংলাদেশ ছাড়াও ভারতের কলকাতায় যাবেন তিনি।
আজ সোমবার (২৬ জুন) আবারও সেই কথা স্মরণ করিয়ে দিলেন মার্টিনেজ। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মার্টিনেজ। পোস্টে দেখা যায় বড় করে লেখা, ‘এমিলিয়ানো মার্টিনেজ ভিজিটিং নেক্সট ভেঞ্চারস অ্যান্ড ফান্ডেড নেক্সট ইন বাংলাদেশ।’
পোস্টের ক্যাপশনে মার্টিনেজ লেখেন, ‘আমি উচ্ছ্বাসের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। বাংলাদেশ থেকে শুরু হবে আমার এই যাত্রা। সেখানে আমি নেক্সট ভেঞ্চারস ও ফান্ডেড নেক্সটের সঙ্গে সাক্ষাৎ করব। আশাকরি, আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের পথ সমৃদ্ধ করবে ও অভিজ্ঞতা বাড়াবে।’
এর আগেরবার নিজের ফেসবুক পোস্টে দুই বাংলার বাঙালি ভক্তদের উদ্দেশ্যে মার্টিনেজ বাংলায় লেখেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply