1. [email protected] : @nexttech :
  2. [email protected] : SM Solaiman : SM Solaiman
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

জরিমানার মুখে পড়েছেন পিএসজি সুপারস্টার নেইমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক :
সন্তানসম্ভবা বান্ধবীকে রেখে নতুন প্রেমে মজেছেন নেইমার—এমনই খবর ছড়িয়েছেন ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস। খবরটি নিয়ে তোলপাড় নেইমারের জীবনে। এরই মধ্যে বান্ধবীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন ব্রাজিল তারকা। তবে এই ঝামেলার মধ্যেই আরেকটি বিপদ হানা দিল। জরিমানার মুখে পড়েছেন পিএসজি সুপারস্টার।

ব্রাজিলে নেইমারের মালিকানাধীন একটি প্রাসাদসম বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিবেশ লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ বন্ধ করা হয় বলে জানায় দেশটির স্থানীয় সরকার কর্তৃপক্ষ। এ ছাড়া কর্তৃপক্ষ জানায়, নেইমারের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হতে পারে কমপক্ষে ১০ লাখ ডলার।

রিও দে জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এই প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। প্রায় আড়াই একর জায়গা জুড়ে এই বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ অনেক কিছু আছে।

কিন্তু বাড়িটি করতে নাকি স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এখন এই অভিযোগ প্রমাণিত হলে বড় জরিমানার মুখেই পড়বেন ব্রাজিল তারকা। যদিও এ ব্যাপারে নেইমারের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নেইমারের সন্তানের মা হতে যাওয়া বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডিকে রেখে নাকি নতুন প্রেম করছেন তিনি। ঘটনা এতদূর গড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন নেইমার। নিজের অবস্থান ব্যাখ্যা করে বান্ধবী ব্রুনার কাছে খোলা চিঠিতে ক্ষমা চাইলেন পিএসজি তারকা।

সন্তানসম্ভবা বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে নেইমার লিখেছেন, ‘ব্রুনা, আমি ভুল করেছি। আমি তোমার সাথে ভুল করেছি। বলতে ভয় নেই, আমি প্রতিদিনই ভুল করি—সেটা মাঠ কিংবা মাঠের বাইরে। কিন্তু ব্যক্তিগত জীবনের ভুলগুলো আমি ঘরে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ঠিক করি। আর এ সবকিছুই আমার জীবনে অন্যতম বিশেষ মানুষটির জন্য। আর সেই মানুষটি আমার স্বপ্নের নারী, আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে, যা এখন আমার পরিবারও।’

সবশেষ ক্ষমা চেয়ে নেইমার লিখেছেন, ‘ব্রুনা, আমি নিজের ভুলের জন্য আগেই ক্ষমা চেয়েছি। অকারণে যে গুঞ্জন চলছে সে জন্য। কিন্তু আমি সবার সামনেই স্বীকার করছি, ব্যক্তিগত কোনো বিষয় যখন সামনে চলে আসে, তখন সে বিষয়ে সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত। আমি তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। অবশ্যই সন্তানের প্রতি আমাদের ভালোবাসা এবং যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, তাতে সফল হতে পারব। একে অপরের প্রতি ভালোবাসাই আমাদের আরও শক্তিশালী করবে।’

এটিভি বাংলা / হৃদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2022
কারিগরি সহায়তা: Next Tech