স্পোর্টস ডেস্ক :
নিরাপত্তা ইস্যুতে ভেন্যু সংক্রান্ত জটিলতা নিয়ে ভারত-পাকিস্তানের দ্বিমুখী দ্বন্দ্বে অনিশ্চয়তায় পড়েছিল ২০২৩ এর এশিয়া কাপ। নানা নাটকীয়তা শেষে ভারতের প্রস্তাব মেনে অবশেষে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। এবার এশিয়া কাপের প্রধান আয়োজক পাকিস্তান-ভারতকে প্রস্তাব দিয়েছিল আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের দুটি ভেন্যু পরিবর্তনের। কিন্তু, পাকিস্তানের সেই প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আজ বুধবার (২১ জুন) ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতকে পাকিস্তান প্রস্তাব দিয়েছিল বিশ্বকাপে পাকিস্তানের দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের। এর একটি হচ্ছে চেন্নাইতে আফগানিস্তানের বিপক্ষে। আরেকটি বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তান চেয়েছিল এই দুটো ম্যাচের ভেন্যু অদলবদল করা হোক। কিন্তু গতকাল মঙ্গলবার (২০ জুন) আইসিসি ও বিসিসিআই উভয়ই তা নাকচ করে দেয়।
চলতি বছর ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে ভারত তাদের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে যেমন আইসিসির অনুমোদন নেওয়া লাগে, কোনো কিছু পরিবর্তনেও আইসিসির অনুমতি লাগে। আর নিরাপত্তা ইস্যু কিংবা মাঠ খেলার অনুপযোগী না হলে আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুমতি দেয় না।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply